পারমাণবিক যুদ্ধের হুমকি বাড়ছে: পুতিন

Dec 8, 2022 - 13:09
Dec 13, 2022 - 16:50
 0
পারমাণবিক যুদ্ধের হুমকি বাড়ছে: পুতিন
ছবি: সংগৃহীত

পরমাণু হামলার হুমকি বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে তিনি বলেন, রাশিয়া পাগল হয়ে যায়নি। রাশিয়া শুরুতে পরমাণু হামলা চালাবে না।

বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উনি এই মন্তব্য করেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

একইসঙ্গে রাশিয়া ইউক্রেনে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করবে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। তিনি বলেন, পরমাণু হামলার আশঙ্কা বেড়ে চলছে। এটা অদৃশ্য ভুল হবে।

তিনি আরও বলেন, ‘আমরা প্রথমে পরমাণু হামলা চালাব না এবং কাউকে পরমাণু অস্ত্র দ্বারা হুমকি দেব না। রাশিয়া পাগল হয়ে যায়নি। আমরা জানি পরমাণু অস্ত্র কী।’ রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধুনিক পরমাণু অস্ত্র আছে বলেও জানিয়েছেন পুতিন। মার্কিনিরা তাদের পরমাণু অস্ত্র তুরস্কসহ ইউরোপের অন্য দেশেও মজুদ রেখেছে। যা রাশিয়া করেনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সামরিক অভিযান দীর্ঘ হবে। অধিকৃত খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক বেশ ভালো আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow