ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের। ঘরে মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি চালু দুপুর ১২ টায়

Dec 4, 2022 - 13:04
Dec 4, 2022 - 13:43
 0
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ একাদশ

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের। ঘরে মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি চালু দুপুর ১২ টায়।এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন কুমার দাসের নেতৃত্বের অভিষেক হচ্ছে। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে যাওয়ায় রোহিত শর্মাদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।এই ম্যাচে টপ অর্ডারে স্থান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। মিডল অর্ডারে ঠাঁই হয়নি ইয়াসির আলি চৌধুরি রাব্বির।

চোটের কারণে তামিম ইকবাল ছিটকে পড়ায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। কেবল তামিম নন, চোটের কারণে আজ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদও। বাংলাদেশ  একাদশের নিয়মিত দল কম্বিনেশনে তাই বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে। চোটের জন্য ভারতের জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে পাচ্ছে না ভারত। 

বাংলাদেশ একাদশ : 

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ভারত  একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ এবং কুলদীপ সেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow