ময়মনসিংহ মেডিকেলে দুই দিনে ২৫ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত ও শ্বাসকষ্ট রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে

Dec 3, 2022 - 20:45
 0
ময়মনসিংহ মেডিকেলে দুই দিনে ২৫ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত ও  শ্বাসকষ্ট  রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী।

ডা. ওয়ায়েজ বলেন, ‘গেল ১৫দিন ধরে ঠান্ডাজনিত রোগে নবজাতক ওয়ার্ডে শিশু ভর্তির পরিমান বাড়ছে। মারাও যাচ্ছে পূর্বের তুলনায় বেশি। এ অবস্থা আরও বেশ কিছুদিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডটিতে ১১ জন শিশু ও এর পূর্বের ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু মারা গেছেন। অর্থাৎ বিগত দুই দিনে ২৫জন শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছে।’ 

তিনি আরও বলেন, ‘হাসপাতালে শিশু এবং নবজাতক ওয়ার্ডে সম্প্রতি ৫৯৬ শিশু ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা সম্পর্কিত রোগে আক্রান্ত। শিশুদের স্বাস্থ্য সেবায় অভিভাবকদের অতিরিক্ত নজর দেওয়ার জন্য হবে।  সময় শীতের কাপড় শিশুদের পরিয়ে রাখতে হবে। শিশুরা ঠান্ডা এবং কাশিতে আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।’ 

শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক চিকিৎসক বিশ্বজিৎ চৌধুরী জানান, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শীতের সময়ে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। তিনি বলেন, “বাড়িতে শীতের কাপড় পরিয়ে রাখা ও অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া উচিত।” ঠান্ডা-কাশি শুরু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow