নয়াপল্টনে আগে সমস্যা না থাকলে এখন কী হলো: ফখরুল

আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়াপল্টনেই বরাবর আমরা মিটিং করে এসেছি, কোনো দিন তো কোনো সমস্যা হয়নি। আজকে অকস্মাৎ করে আপনাদের মাথায় সমস্যার কথা আসছে কেন? শনিবার বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন।

Dec 3, 2022 - 19:27
Dec 3, 2022 - 19:44
 0
নয়াপল্টনে আগে সমস্যা না থাকলে এখন কী হলো: ফখরুল
বিএনপির মহাসচিব : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল বলেন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই বরাবর আমরা সমাবেশ করে এসেছি, বিভাগীয় সমাবেশ করেছি, জাতীয় সমাবেশ করেছি, খালেদা জিয়াকে নিয়ে অনেক সমাবেশ করেছি। লাখ লাখ লোক হয়ে গিয়েছে কোনো দিন তো কোনো সমস্যা হয়নি, আজকে হঠাৎ করে আপনাদের মাথায় সমস্যার কথা আসছে কেন? কারণ আপনারা জানেন আপনারা অনেক খারাপ কাজ করেছেন।

বিএনপির মহাসচিব বলেন, আমরা আবারো বলছি- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। অন্যথায় এই দেশে কেনো নির্বাচন হবে না। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যেখানে বার বার কাটাছেঁড়া করা হয়েছে নিজের প্রয়োজনে। সেই সংবিধান অনুযায়ী দেশ চলতে পারে না। তারা এ সংবিধানের পর্যাপ্ত বদলানো করেছে। নতুন নতুন আইন করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। যেখানে ফেসবুকে পোস্ট দিলেও উস্কানি হিসেবে আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয় এবং জামিন নেই। আমরা তো গণতান্ত্রিক দেশ ও সবার অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলাম। অথচ আওয়ামী লীগ সেটা চায় না। তাদের লক্ষ্য যেমন করে পারো বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় থাকো। আমরা তো তাদের চাকর নই। এ দেশের মালিক জনগণ।

তিনি বলেন, কিছু হলেই আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখে মন্তব্য করে ফখরুল বলেন, আরে বিএনপি আইলো, বিএনপি আইলো, তারেক রহমান আইলো, তারেক রহমান আইলো এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে উনি বলেন, আরেকটি ধোয়া তোলাতে আরম্ভ করেছে- সেটি হল কী আবার নাকি জঙ্গি আসছে। জঙ্গি ওরা (আওয়ামী লীগ) প্রস্তুত করে। যখন ওদের দরকার হয়, যে  বিএনপিকে ধরতে হবে, বাংলাদশের মানুষকে আটকাতে হবে তখন ওরা জঙ্গি প্রস্তুত করে। আর কী বলা হয় অগ্নিসন্ত্রাস; ওরা নিজেরা নিজেরাই বাস পুড়ায়, নিজেরা নিজেরা ককটেল মারে। এ হচ্ছে আওয়ামী লীগ। পরিষ্কার করে বলছি আমরা কোনো অগ্নিসন্ত্রাস করি না, আওয়ামী লীগ করে বিএনপির ওপর ভুল চাপিয়েছে। এই কথা বলে আবার ওই ধরনের নাটক শুরু করবেন না।

আজকে কিছুদিন ধরে রাজশাহীতে নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্য করে উনি বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়, ভাতা হয়, গাড়িতে চড়েন, বাড়ি বানান। এ নিরীহ মানুষগুলোর উপর নির্যাতন চালাবেন না। এ দেশের ব্যক্তি কোনোদিন অন্যায় সহ্য করেনি, আর করবেও না। পরিষ্কার করে বলছি আপনারা আমাদের প্রতিপক্ষ নন। আপনারা দেশের প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা রাষ্ট্রের নাগরিক। আমরা দেশের মালিক, আপনারা নন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সেবক, আপনাকে জনগণের পক্ষে থাকতে হবে।

ফখরুল বলেন, খুব পরিষ্কার করে বলছি আমাদের এ আন্দোলন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের এ আন্দোলন খালেদা জিয়ার জন্য নয়, আমাদের এ আন্দোলন তারেক রহমানের জন্য নয়, আমাদের এই আন্দোলন দেশের সমস্ত মানুষের আধিপত্য আদায়ের আন্দোলন।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে উনি বলেন, এ দেশ এখন তলানিতে চলে গেছে, সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগ। আমার রিজার্ভ, আমার ব্যাংক, আমার শেয়ার মার্কেট, মেগা প্রজেক্টের নামে মেগা লুট। এরূপ অবস্থার তৈরি করেছে বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য ডলার ব্যাবহার করা হবে, সেই ডলারও নেই। থাকবে কোথা হতে সবইতো লুট করে নিয়ে গেছে, পাচার করে দিয়েছে। বিগত ১১ বছরে ১৯ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে বলেন ফখরুল।

সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কবির হোসেন, মো. মিজানুর রহমান মিনু, মাহবুবুর রহমান, মো. শাহজাহান মিয়া, হাবিবুর রহমান হাবিব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল এম এ লতিফ খান, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, এইচএম ওয়াদুর রহমান চন্দন, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, মহিলা টিমের হেলেন জেরিন খান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow