বিমানের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ১ হাজার ১৬১ কোটি টাকার মামলা : দুদক

মিশর থেকে বোয়িংয়ের দুই উড়োজাহাজ লিজ নেওয়া ও রি-ডেলিভারি পর্যন্ত বিমান ১ হাজার ১৬১ কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক, প্রধান প্রকৌশলী ও জিএমসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা  অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Feb 6, 2023 - 17:31
 0
বিমানের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে  ১ হাজার ১৬১ কোটি টাকার মামলা : দুদক
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ মামলার বিষয়টি তুলে ধরেন : সংগ্রহীত ছবি

মিশর থেকে বোয়িংয়ের দুই উড়োজাহাজ লিজ নেওয়া ও রি-ডেলিভারি পর্যন্ত বিমান ১ হাজার ১৬১ কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক, প্রধান প্রকৌশলী ও জিএমসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা  অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ মামলার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার (মিশর) থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর নামে দুটি উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু ২০১২ সালে টেন্ডার প্রকৃয়াতেই আনিয়ম ছিল। 

এই বিমান দুটিতে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানিকে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের গচ্ছা দিতে হয়েছে ১১শ ৬১কোটি টাকা। অন্যদিকে দুটি উড়োজাহাজের জন্য প্রতিমাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়ে আসছিল।

অনুমোদিত মামলার আসামিরা

  •  হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট অপারেশনের সাবেক পরিচালক ক্যাপ্টেন ইনরাত আহমেদ, সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার শফিকুল আলম সিদ্দিক (এস এ সিদ্দিক), মহা ব্যবস্থাপক (মুদ্রণও প্রকাশনা) আবদুর রহমান ফারুকী, সার্ভিসেস অ্যান্ড অডিটের সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (এমসিসিঅ্যান্ডএলএম) দেবেশ চৌধুরী, ক্যাবের কনসালটেন্ট গোলাম সারওয়ার ও ক্যাবের প্রকৌশলী কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম ভূঞা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান (প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জি (স্ট্রাকচার) শরীফ রুহুল কুদ্দুস, ক্যাপ্টেন মো. নজরুল ইসলাম শামিম, উপ মহাব্যবস্থাপক (এওসি, এসিপি) জিয়া আহমেদ, চিফ পার্সার (অবসরপ্রাপ্ত) কাজী মোসাদ্দেক আলী, ফ্লাইটপাসার মো. শহিদুল্লাহ কায়সার ডিউক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার কর্পোরেট (প্ল্যানিং) মো. আজাদ রহমান।

______________________________________________________

আরও পড়ুনঃ কে হচ্ছেন রাষ্ট্রপতি প্রার্থী জানা যাবে মঙ্গলবার
______________________________________________________


মামলার এজাহারে বলা হয়েছে, উড়োজাহাজ দুটি ৫ বছরের জন্য লিজ নেওয়া হলেও লিজ গ্রহণের মাত্র ১১ মাস পরিচালনা করার পর ২০১৫ সালের ফেব্রুয়ারি হতে আগস্ট পর্যন্ত লিজকৃত উড়োজাহাজ দুটি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow