এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

Nov 28, 2022 - 13:47
Dec 13, 2022 - 16:53
 0
এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

২০২২ বছরের মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি ও পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

যেভাবে ফল জানা যাবে

ওয়েবসাইট লিঙ্কঃ - http://www.educationboardresults.gov.bd/

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে রেজাল্ট হস্তান্তর অনুষ্ঠান হয়। এসময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাথে নিয়ে প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ইন্টারন্যাশনাল মাতৃভাষা ইনস্টিটিউটে এক খবর সম্মেলনে বিস্তারিত রেজাল্ট প্রকাশ করেন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী ভাগ নেয়। এর ভিতরে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ মানব শিক্ষানবিশ ও ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ মানুষ ছাত্রী।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি এবং সমমানের এক্সাম আরম্ভ হয়। করোনা ম্যালওয়্যার সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয়ে যায় পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে এই পরীক্ষা সংঘটিত হয়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সর্বমোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও টেকনিক্যাল শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর পরিমান ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না থাকায় ছাত্র-ছাত্রীদের এই যাত্রায় বিদ্যালয়ে গিয়ে ফল জানার সুযোগা আছে।

এছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সাইটে (www.educationboardresults.gov.bd) তাদের রোল নম্বর, নিবন্ধন নম্বর, এক্সামের নাম, বছর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানতে পারবে।

অথবা মোবাইল ফোন ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মুঠো ফোন ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দ্বারা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দ্বারা রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানানো যাবে।

আর মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দ্বারা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দ্বারা রোল নম্বর লিখে আবার স্পেস দ্বারা পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC DHA 123456 2022 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দ্বারা বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DAKHIL MAD 123456 2022 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow