৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

দেশের জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন বিদ্যুৎকেন্দ্রের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। শনিবার (২৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর মাধ্যমে এ বিদ্যুৎ যোগ হয়।

Nov 27, 2022 - 18:12
 0
৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে। সংগৃহীত ছবি

শনিবার রাত্রিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার হতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নব বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিকভাবে  শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে এইরকম কয়েকটি প্রকল্প হতে জাতীয় গ্রিডে তড়িৎ যুক্ত হবে।

এদিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নব বিদ্যুৎকেন্দ্রে কারেন্ট উৎপাদনের বার্তা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ ধনদৌলত প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি এই কাজের সাথে জয়েন সবাইকে অভিনন্দন জানান।

চলতি বর্ষের জুন মাসের শেষের দিকে এপিএসসিএল নিউ নির্মিত চারশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) হতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন আরম্ভ করে। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উদ্ভাবন অফার হলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে।

বর্তমানে এপিএসসিএলের চলমান ছয়টি ইউনিট থেকে দৈনিক ১ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উদ্ভাবন করা হয়। ২০৩০ সালের মধ্যে এ কেন্দ্রের তড়িৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে বেশি গ্যাস ব্যবহারকারী ছোট ইউনিটগুলোর পরিবর্তে বৃহৎ ইউনিট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়। এর ভাগ হিসেবে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক কমিটির সভায় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) নামে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow