৩ দিনব্যাপী বাজুস মেলা শুরু ৯ ফেব্রুয়ারি থেকে

দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৩’। স্বর্ণশিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

Feb 1, 2023 - 11:32
Feb 1, 2023 - 12:38
 0
৩ দিনব্যাপী বাজুস মেলা শুরু ৯ ফেব্রুয়ারি থেকে
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)ঃ সংগ্রহীত ছবি

দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৩’। স্বর্ণশিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাজুস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাজুস স্ট্যান্ডিং কমিটির অন ফেয়ার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যাান উত্তম বণিক লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে দ্বিতীয়বারে মতো বাজুস ফেয়ার-২০২৩ আয়োজন করা হয়েছে।  

উত্তম বণিক বলেন

  •  বাজুস মেলা ২০২৩ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে। এই লক্ষ্যে বাজুস ফেয়ারে সব ক্রেতা ও দর্শনার্থীকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।
    জানা গেছে, মেলায় ৭০টিরও বেশি স্টল থাকবে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেবেন। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে। তিন দিনের এ মেলায় দুই লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ মেলার মাধ্যমে দেশের জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।

_____________________________________________________________

আরও পড়ুনঃ ভারতের ঝাড়খণ্ডে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
_____________________________________________________________


মঙ্গলবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে বাজু‌সের পক্ষ থে‌কে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা‌নো হয়। এতে বলা হয়, এ মেলা দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলঙ্কারের পরিচিতি বাড়বে। ক্রেতারা দেশের জুয়েলারি শিল্পের বিদ্যমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন। এবার মেলায় ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

_____________________________________________________________

আরও পড়ুনঃ অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ
_____________________________________________________________

মেলা চল‌বে ১১ ফেব্রুয়া‌রি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

মেলায় প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার কিনবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‍্যাফেল ড্রয়ের কূপন সংগ্রহ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow