হজ নিবন্ধনের সময় আরও বাড়ল

Mar 27, 2023 - 20:18
 0
হজ নিবন্ধনের সময় আরও বাড়ল
ছবি: সংগৃহীত

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময় ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়ে সোমবার (২৭ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন। এখনও ফাঁকা ৯ হাজার ৮৫৯ কোটা।

এর অগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো সময় বাড়িয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow