সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

হিরো আলম প্রমাণ করেছেন আওয়ামী লীগ কতটা অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে গ্যাস-বিদ্যুৎ, চাল ডালসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Feb 4, 2023 - 18:01
Feb 4, 2023 - 18:07
 0
সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। যারা জনগণকে বোকা বানিয়ে জোর করে ক্ষমতায় থাকছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।

বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ ধাপের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ‘গণপদযাত্রা’ কর্মসূচি পালন করবে।

বিএনপির ছেড়ে দেয়া ছয়টি উপ-নির্বাচন তারই প্রমাণ। হিরো আলম প্রমাণ করেছেন আওয়ামী লীগ কতটা অসহায়। সাত্তারকে নিজের লোক মনে করে জয়ী করতে চার নম্বর প্রার্থীকেও গুম করতে হয়েছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। চাপার জোরে ক্ষমতায় থাকা যায় না। 

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

_______________________________________________

আরও পড়ুনঃ সিলেটে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি
_______________________________________________

মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ সরকারের পতন দেখতে চায়। ৫২ হাজার কোটি টাকা দিয়ে পাতাল রেল করছে আর গরীব মানুষের ভাতা বন্ধ করে দিচ্ছে। কয়েক হাজার কোটিপতি পরিবার বানিয়েছে। লুটেরা বাংলাদেশ হয়েছে এখন এর নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। 

চলতি শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের বিষয়ে সমালোচনা করে ফখরুল বলেন, ‘ভুলে ভরা সরকার পাঠ্যপুস্তকের মাধ্যমে পরিকল্পিত ভাবে কৃষ্টি সংস্কৃতি সামাজিক মূল্যবোধ ধ্বংস করছে। সরকার দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। 

নতুন কর্মসূচি ঘোষণা 


গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপণ্যে দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা হবে শুরু হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow