‘টাইটানিক’ এ জ্যাকের মৃত্যু নিয়ে বিতর্ক, ব্যাখা দিলেন জেমস ক্যামেরন

২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে বিতর্ক চলছে। জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে কেবল মাত্র রোজ (কেট উইন্সলেট) ভাসমান দরজার ওপর তুলে দিয়ে তার জীবন বাঁচানো হয়েছে, তবে দর্শকদের মতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) বাঁচতে পারতেন এমন বির্তকের সুনির্দিষ্ট ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন। 

Feb 4, 2023 - 20:36
 0
‘টাইটানিক’ এ জ্যাকের মৃত্যু নিয়ে বিতর্ক, ব্যাখা দিলেন জেমস ক্যামেরন
দর্শকদের মতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) বাঁচতে পারতেন এমন বির্তকের সুনির্দিষ্ট ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন : সংগ্রহীত ছবি

২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে বিতর্ক চলছে। জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে কেবল মাত্র রোজ (কেট উইন্সলেট) ভাসমান দরজার ওপর তুলে দিয়ে তার জীবন বাঁচানো হয়েছে, তবে দর্শকদের মতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) বাঁচতে পারতেন এমন বির্তকের সুনির্দিষ্ট ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন। 

টাইটানিক

  • ন্যাশনাল জিওগ্রাফির ‘টাইটানিক: ২৫ ইয়ারস লেটার উইথ জেমস ক্যামেরন’-এ ‘টাইটানিক’কে ঘিরে এতকাল ধরে চলে আসা এই বিতর্কটিই নতুন করে যাচাই করেছেন ক্যামেরন। দুজন স্টান্ট পারফর্মারের সঙ্গে কাজ করে ক্যামেরন খতিয়ে দেখেছেন সেই রাতে কী কী হতে পারত।
  • ‘টাইটানিক’ ছবির সময়ে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের উচ্চতা এবং ওজন যা ছিল, ঠিক একই ওজন ও উচ্চতার দুই স্টান্ট পারফর্মারকে নিয়ে গবেষণাটি চালানো হয়েছে। দুটি ভাগে করা হয়েছে পরীক্ষাটি। প্রথমটি ছিল ঠান্ডায় ‘জ্যাক’-এর মৃত্যু হওয়া সম্ভব কিনা তা দেখার পরীক্ষা।


________________________________________________________________________

আরও পড়ুনঃ  স্ত্রীকে খেতে না দেওয়ার অভিযোগ, নওয়াজকে আদালতের নোটিশ
________________________________________________________________________

আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে।

পরিচালক ক্যামেরন টাইটানিক ছবি পর ২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তি পাওয়া পর দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায় এবং এরপর এ সিনেমা নিয়েও বেশ বিতর্ক হয়।

চলতি বছর ১৬ ডিসেম্বর  তার  ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি মুক্তি পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow