শনিবার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ

অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার পদক্ষেপসহ পেনশন সংস্কার পরিকল্পনার বিষয়ে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার লক্ষ্যে, শনিবার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

Feb 12, 2023 - 12:12
 0
শনিবার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ
সংগ্রহীত ছবি

অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার পদক্ষেপসহ পেনশন সংস্কার পরিকল্পনার বিষয়ে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার লক্ষ্যে, শনিবার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

বছরের শুরুতে, তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের পর ইউনিয়নগুলো ধারণা করেছিল ১৯ জানুয়ারি থেকে বিক্ষোভে ব্যাপক জনসমাগম হবে। দশ লাখেরও বেশি মানুষ সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে।

ওইসিডি দেশগুলোর মধ্যে ফরাসিরা সবচেয়ে বেশি অবসরে থাকে। জনমত জরিপে দেখা যায়, এই সুবিধা বেশিরভাগ লোক ছেড়ে দিতে অনিচ্ছুক।

________________________________________________________________________

আরও পড়ুনঃ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে
________________________________________________________________________

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পেনশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে এই সংস্কার ‘গুরুত্বপূর্ণ’।প্যারিসের বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও, কিছু ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি গাড়ি এবং কিছু আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয়া হয় এবং পুলিশ বাহিনী বিক্ষোভে জড়িত কিছু অধিক কট্টর গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে।

শনিবারের মিছিলের আগে সকল প্রধান ইউনিয়ন, এক যৌথ বিবৃতিতে সরকারকে বিলটি প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।

তারা সতর্ক করে দিয়ে বলেছে যে দাবি না মানা হলে আগামী ৭ মার্চ থেকে ফ্রান্সকে স্থবির করে দেয়া হবে। ইতোমধ্যেই আগামী ১৬ ফেব্রুয়ারি ধর্মঘট আহ্বান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow