ব্রাজিলে থমথমে পরিস্থিতি, গ্রেপ্তার ১৫শ’

সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের নৈরাজ্যের জেরে ব্রাজিলে গ্রেপ্তার হয়েছেন ১৫শ’ জনেরও বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীরা পিছু হটলেও পরিস্থিতি বেশ উত্তাল

Jan 10, 2023 - 12:25
 0
ব্রাজিলে থমথমে পরিস্থিতি, গ্রেপ্তার ১৫শ’
অসুস্থ বলসোনারেকে ভর্তি করা হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ১টি হাসপাতালে।: সংগ্রহীত ছবি

সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের নৈরাজ্যের জেরে ব্রাজিলে গ্রেপ্তার হয়েছেন ১৫শ’ জনেরও বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীরা পিছু হটলেও পরিস্থিতি বেশ উত্তাল। এদিকে, অসুস্থ বলসোনারেকে ভর্তি করা হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ১টি হাসপাতালে।
থমথমে পরিস্থিতি ব্রাজিলে। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলা নজিরবিহীন সহিংসতা নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রেসিডেন্ট লুলা দি সিলভার সরকার। কংগ্রেসের নিয়ন্ত্রণ ফের প্রতিষ্ঠা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত ১৫শ’র বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ ১৪ বাড়ির মধ্যে শুধু একটি আমার স্ত্রীর কেনা : ওয়াসার এমডি


সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দি মোরায়েস সামরিক বাহিনীর সদর দপ্তরের সম্মুখে এবং রাষ্ট্রের নানারকম জায়গায় বিক্ষোভকারীদের অবস্থান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর তাঁবু গুটিয়ে নিচ্ছেন তারা। সাময়িকভাবে পিছু হটলেও বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাষ্ট্রের শাসনভার নিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের দাবি তাদের।

আরও পরুনঃ বিশ্ব ইজতেমা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান


এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘসহ বিভিন্ন দেশের নেতারা। লাতিন আমেরিকার নেতারাও লুলার পক্ষে সমর্থন জানিয়েছেন। এইরকম পরিস্থিতিতে, সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ভবন এবং প্রিয় কোর্টে বলসোনারোর হাজার হাজার সমর্থকের নজিরবিহীন তাণ্ডবের একদিন পর তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow