বাজারে যেভাবে খাদ্যপণ্যের দর বৃদ্ধি পাচ্ছে , তা অযৌক্তক : সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বাজারে যেভাবে খাদ্যপণ্যের দর বৃদ্ধি পাচ্ছে , তা অযৌক্তক। বৈশ্বিক কারণে আমদানি পণ্যের দর বাড়ছে,

Dec 17, 2022 - 13:16
 0
বাজারে যেভাবে খাদ্যপণ্যের দর বৃদ্ধি পাচ্ছে , তা অযৌক্তক : সিপিডি
শনিবার (১৭ ডিসম্বর) ব্র্যাক ইনে সেন্টার ফর নীতিমালা ডায়ালগ (সিপিডি) আয়োজিত :সংগ্রহীত ছবি

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বাজারে যেভাবে খাদ্যপণ্যের দর বৃদ্ধি পাচ্ছে , তা অযৌক্তক। বৈশ্বিক কারণে আমদানি পণ্যের দর বাড়ছে, আবার দাম বাড়ার যথেষ্ট কারণ নেই-সেসব স্থানীয় পণ্যের দামও বাড়ছে।এটা সংগতিপূর্ণ নয়।  


শনিবার (১৭ ডিসম্বর) ব্র্যাক ইনে সেন্টার ফর নীতিমালা ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সংকটে অর্থনীতি, কর্মপরিকল্পনা কী হতে পারে’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে  তিনি একথা বলেন।

ফাহমিদা খাতুন বলেন, মহৎ মূল্যস্ফীতির কারণে নির্দিষ্ট আয়ের ব্যক্তি খাবার  কমিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এতে উৎপাদনশীলতা ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২য়


                    সড়ক দুর্ঘটনা-আগুনে পুড়ে প্রাণ গেলো ৯ জনের

ড. আহসান এইচ মনসুর বলেন, ডলার সংকট দ্রুত দূর হবে বলে সরকার আস্থা দেওয়ার চেষ্টা করলেও সংকট দূর থেকে কমপক্ষে ছয় মাস লাগবে।

তিনি বলেন, আামনতকরীরা এক ব্যাংক হতে টাকা তুলে নিলেও অন্য ব্যাংকে রাখছেন। ব্যাংক খাত হতে আমানত  গেলে ব্যাংক খাতে ঝুঁকি প্রস্তুত করবে। তাই শুধুমাত্র ‘দেখার’ জন্য ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলে সমস্যার সমাধান হবে না। কার্যকর উদোগ নিতে হবে।

বাইরে বিনিয়োগ করা অর্থ বাদ দ্বারা রিসার্ভ হিসাব করার তাগিদ দেন এই অর্থনীতিবিদ।

সেমিনারে প্রধান অতিথি আছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে সভাপিতত্ব করছেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান ।  

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক  ড. সালেহউদ্দিন আহমেদ, নীতিমালা রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক  ড. আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিজ রূপালী হক চৌধুরী ও বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি তাসলিমা আক্তার লিমা ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow