দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

দেশে মোট ভোটদাতা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার একশ ৫৮। হালনাগাদের পূর্বে দেশে ভোটদাতা সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০জন

Jan 15, 2023 - 15:56
 0
দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার
ভোটার কর্তন করার পর দেশে সম্প্রতি মোট ভোটদাতা সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন : সংগ্রহীত ছবি

নির্বাচন কমিশন চলমান ভোটদাতা হালনাগাদ কার্যক্রমের খসড়া লিস্ট প্রকাশ করেছে। আজ রবিবার (১৫ জানুয়ারি) সকালে খসড়া লিস্ট প্রকাশ করা হয়। এতে লক্ষ্য যায়, দেশে মোট ভোটদাতা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার একশ ৫৮। হালনাগাদের পূর্বে দেশে ভোটদাতা সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০জন। চলমান কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। অর্থাৎ দেশে নতুন ভোটার বাড়ল ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন।

আরও পড়ুনঃ দেশে স্বর্ণের ভরি ৯৩ হাজার টাকা ছাড়াল


আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, হালনাগাদে মৃত ভোটার কাটা হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। মৃত ভোটার কর্তন করার পর দেশে সম্প্রতি মোট ভোটদাতা সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। তাদের ভিতরে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন। মহিলা ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন।

আরও পড়ুনঃ ঢাকায় নেমেই পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গেলেন ডোনাল্ড লু


চলতি বর্ষের ২০ মে থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত চার স্তরে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে ইসি। হালনাগাদের খসড়া তালিকা পূর্বকাল ঘোষিত সময় (১৫ জানুয়ারি) অনুযায়ী প্রকাশ করা। এটি বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয়েছে, যেন কারো কোনো ভুল থাকে তাহলে অ্যাপ্লাই সংশোধনের সুযোগ পান। এক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি।

আরও পড়ুনঃ এপ্রিলে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার লিস্ট প্রণয়নের পর এ পর্যন্ত ভোটদাতা তালিকা হালানাগাদ কার্যক্রম শেষ করা হয়ে গিয়েছে পাঁচবার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল ও ২০১৯-২০২০ সালে বাসা বাড়ি গিয়ে চলমান কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow