ঢাকা মহানগরের ১৩ পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু

তৃতীয় পর্যায়ে ঢাকা মহানগরের ১৩ পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১ মার্চ) থেকে এসব পরিবহনের ৯৪৭ বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন।

Feb 28, 2023 - 16:50
 0
ঢাকা মহানগরের ১৩ পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু
সংগ্রহীত ছবি

তৃতীয় পর্যায়ে ঢাকা মহানগরের ১৩ পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১ মার্চ) থেকে এসব পরিবহনের ৯৪৭ বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

নতুন করে যেসব কোম্পানির বাসে ই-টিকিট চালু হচ্ছে সেগুলো হলো- আকাশ এন্টারপ্রাইজ, ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি, ৬নং মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানি, গ্রিন অনাবিল পরিবহন, গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট, অনাবিল সুপার, রাইদা এন্টারপ্রাইজ, আসমানী, সময়, বৈশাখী পরিবহন, রইছ পরিবহন, এয়ারপোর্ট-বঙ্গবন্ধু অ্যাভিনিউ মিনিবাস মালিক সমিতি ও মঞ্জিল এক্সপ্রেস।

________________________________________________________________________

আরও পড়ুনঃ  আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
________________________________________________________________________

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকা শহর ও শহরতলী রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করার জন্য আমরা ই-টিকেটিং পদ্ধতি চালু করেছি। ১ম ও ২য় পর্যায়ে ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকেটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকি গাড়িতে কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৯টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতির নিয়োগকৃত ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রাস্তায় মনিটরিং করছে।’

‘যে সব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে’- বলেন এনায়েত উল্যাহ।

  • তিনি আরও বলেন, যাত্রীদের অভিযোগ ই-টিকিটের কাগজে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নেই। কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরি করার জন্য আমরা বিআরটিএকে অনুরোধ জানিয়েছি। সে মোতাবেক বিআরটিএ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ ৪৬টি পরিবহনের স্টপেজের দূরত্ব মাপার কাজ শেষ করছে। দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরির কার্যক্রম চলছে। আশা করি, আগামী ১ সপ্তাহের মধ্যে ভাড়ার চার্ট পাওয়া যাবে। ভাড়ার চার্ট পেলে ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেওয়া হবে।

এর আগে প্রথম পর্বে ২০২২ সালের ১৩ নভেম্বর ত্রিশটি কোম্পানির ১ হাজার ৬৪৩টি বাসে ও দ্বিতীয় পর্বে চলতি বছরের ১০ জানুয়ারি ১৮টি কোম্পানির ৭১৭টি ই-টিকিট চালু করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow