টেসলার টুইট জালিয়াতিতে দোষী নন ইলন মাস্ক

টেসলার টুইট নিয়ে ‘জালিয়াতির অভিযোগ’ থেকে মুক্তি পেয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক নন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় আদালতের জুরিরা বলেছেন তিনি নির্দোষ।

Feb 4, 2023 - 17:55
 0
টেসলার টুইট জালিয়াতিতে দোষী নন ইলন মাস্ক
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটি নেন আদালতের ৯ জুরিরা সংগ্রহীত ছবি

টেসলার টুইট নিয়ে ‘জালিয়াতির অভিযোগ’ থেকে মুক্তি পেয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক নন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় আদালতের জুরিরা বলেছেন তিনি নির্দোষ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটি নেন আদালতের ৯ জুরিরা। রায় দিতে তারা দুই ঘণ্টারও কম সময় নেন। ২০১৮ সালে টেসলাকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণে নেওয়া সম্পর্কিত টুইটগুলো করেন ইলন মাস্ক।


________________________________________________________________________

আরও পড়ুনঃ আমাদের শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
________________________________________________________________________

ফ্রান্সিসকো

  • যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আদালতের জুরিরা সিদ্ধান্ত নিয়েছেন যে টেসলার টুইটের ওপর জালিয়াতির জন্য দোষী নন ইলন মাস্ক। শুক্রবার তারা এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে ইলন মাস্ক ওই টুইটগুলো করেন।
  • বিভিন্ন টুইটে মিথ্যা কথা বলে ইলন মাস্ক দাবি করেছিলেন যে টেসলাকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার কাছে তহবিল রয়েছে। কিন্তু, এমন টুইটের পরেও মার্কিন আদালত বলেছে যে ইলন কোনো জালিয়াতি করেননি। তার এ টুইটগুলো টেসলার শেয়ারের মূল্যকে তীব্রভাবে প্রভাবিত করেছে।

এরপর টেসলার শেয়ারের মালিকরা তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁরা বলেছিলেন, টেসলার শেয়ারের মালিকদেরকে এ ধনকুবের নিজ স্বার্থে ব্যবহার করেছেন। তার টুইটগুলো বিনিয়োগকারীদের চাপ দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিল। এছাড়া প্রস্তাবিত ৭২ বিলিয়ন মার্কিন ডলারের কেনাকাটা কখনই বাস্তবায়িত হয়নি।


________________________________________________________________________

আরও পড়ুনঃ ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে চাঁদাবাজি, গ্রেফতার ৮
________________________________________________________________________

ইলন মাস্ক

  • বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আদালতের জুরিরা যদি ইলন মাস্ককে দায়বদ্ধ বলে খুঁজে পেতেন, তবে তাঁকে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হতো।
    জানা গেছে, শুক্রবার বিকেলে আদালতের ৯ জুরি তাদের রায় দিতে দুই ঘণ্টারও কম সময় নিয়েছেন।

উল্লেখ্য, ইলন মাস্ক ওই আদালতের বিচারিক কার্যক্রম টেক্সাসে স্থানান্তরিত করতে চেয়েছিলেন। কারণ যুক্তরাষ্ট্রের ওই রাজ্যে টেসলা কোম্পানি অবস্থিত। তবে এখন তিনি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow