খুলনায় চলছে চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

খুলনায় ডা: শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কর্ম-বিরতি অব্যাহত রেখেছে চিকিৎকরা।

Mar 2, 2023 - 12:03
 0
খুলনায় চলছে চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি
সংগ্রহীত ছবি

খুলনায় ডা: শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কর্ম-বিরতি অব্যাহত রেখেছে চিকিৎকরা।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মবিরতি বুধবার সকাল থেকে শুরু হয়। চিকিৎকরা বৃহস্পতিবার সকালেও হাসপাতালে যাননি।

________________________________________________________________________

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা
________________________________________________________________________

টানা দুই দিন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। মোংলার দিগরাজ থেকে আসা মনিরা বেগম বলেন, ‘বোনকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। কিন্তু এসে শুনি ডাক্তার আজও ডাক্তাররা রোগী দেখছেন না।’
বিএমএ খুলনা জেলা সভাপতি ডা: শেখ বাহারুল আলম বলেন, আসামি গ্রেফতার হওয়া না পর্যন্ত চিকিৎসকদের কর্ম-বিরতি চলবে। বৃহস্পতিবার বেলা ১১টায় শেখ আবু নাসের হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, খুলনা শেখ আবু নাসের হাসপাতালের ডা: নিশাত আবদুল্লাহ নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে হামলার শিকার হন। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ডাক্তাররা কর্ম-বিরতি শুরু করে। এতে সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ভর্তি রোগীরাও সেবা পাচ্ছেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow