পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা

পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২ মার্চ) এন এন সরকারি হাইস্কুল মাঠে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা।

Mar 2, 2023 - 11:53
 0
পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা
সংগ্রহীত ছবি

পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২ মার্চ) এন এন সরকারি হাইস্কুল মাঠে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা।

তিন দিনব্যাপী এবারের ইজতেমা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এন এন সরকারি হাইস্কুল মাঠে আয়োজন করেছে জেলা তাবলীগ জামায়াতের মুরব্বিরা।
ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত ১০ দিন যাবত তাবলীগের কয়েকটি জামায়াত শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছে।এতে ৫০ হাজার মানুষ বসে ও ১৫-১৬ হাজার মানুষ শুয়ে থাকতে পারবেন।আগামী শনিবার (৪ মার্চ ) যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা।

________________________________________________________________________

আরও পড়ুনঃ  ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন
________________________________________________________________________

জেলা ইজতেমার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মুক্তার আলী জানান, আজ ফজরের নামাজের পর শুরু হয়েছে জেলা ইজতেমা। জেলা ও জেলার বাইরে থেকে মুসল্লিরা ইজতেমায় এসেছেন। ইজতেমার মুসল্লিদের জন্য এন এন স্কুল মাঠে ৫০ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন তাবু তৈরি করা হয়েছে। মুসল্লিদের সুপেয় পানির জন্য ২৫টি টিউবওয়েল, ৬টি অজুখানা ও ২৫০টি অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু বলেন, জেলা ইজতেমা হিসেবে দেবীগঞ্জ এবারই প্রথম। তাই পৌরসভার পক্ষ থেকে ইজতেমা সফল করতে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।


দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, ইজতেমা ঘিরে সব স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow