কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত

চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তুর’ দেখা পাওয়া গেছে। পরে যুদ্ধবিমান দিয়ে সেটি ধ্বংসও করা হয়েছে।

Feb 12, 2023 - 11:35
 0
কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত
সংগ্রহীত ছবি

চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তুর’ দেখা পাওয়া গেছে। পরে যুদ্ধবিমান দিয়ে সেটি ধ্বংসও করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বস্তুটি দেশটির ‘আকাশসীমা লঙ্ঘন’ করেছিল। উত্তর-পশ্চিম কানাডার ইউকন এলাকায় একে গুলি করে নামিয়ে আনা হয়।

ট্রুডো জানান, বস্তুটিকে খুঁজে পেতে তড়িঘড়ি করছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো, যাকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান।

কানাডা ও যুক্তরাষ্ট্র


  • রহস্যজনক বস্তুটি ধ্বংস করতে যুদ্ধ বিমান পাঠায় কানাডা ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ প্রচেষ্টায় এটিকে খুঁজে বের করা হয়। পরবর্তীতে মার্কিন যুদ্ধ বিমান এফ-২২ বস্তুটি ধ্বংস করে। উত্তর আমেরিকার আকাশে এ নিয়ে তৃতীয় কোনও বস্তু ধ্বংস করা হয়েছে। তবে এটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি। গত সপ্তাহে এ নিয়ে উত্তর আমেরিকার আকাশসীমায় থাকা তিনটি বস্তু ধ্বংস করল যুক্তরাষ্ট্র।

ট্রুডোর ভাষ্য, আমি কানাডার আকাশসীমা লঙ্ঘনকারী একটি অজ্ঞাত বস্তুকে ভূপাতিত করার নির্দেশ দেই। কানাডিয়ান ও মার্কিন বিমান আকাশে ওড়ে। একটি মার্কিন এফ-২২ সফলভাবে বস্তুটিতে গুলি করে ভূপাতিত করে।

ট্রুডো আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। কানাডিয়ান বাহিনী গুলি করে নামানো বস্তু উদ্ধার অভিযানের নেতৃত্ব দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow