ইরানের কয়েক হাজার কারা বন্দিকে ক্ষমা করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির হাজারো কারাবন্দিকে ক্ষমা করেছেন। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বন্দীদের শর্ত-সাপেক্ষে খামেনির ক্ষমা ঘোষণার এই তথ্য জানানো হয়েছে।

Feb 6, 2023 - 12:26
 0
ইরানের কয়েক হাজার কারা  বন্দিকে ক্ষমা করলেন খামেনি
এসব বন্দীদের মধ্যে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া অনেকেও রয়েছেন : সংগ্রহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির হাজারো কারাবন্দিকে ক্ষমা করেছেন। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বন্দীদের শর্ত-সাপেক্ষে খামেনির ক্ষমা ঘোষণার এই তথ্য জানানো হয়েছে।

এসব বন্দীদের মধ্যে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া অনেকেও রয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়াতুল্লাহ আলী খামেনি বন্দীদের এই ক্ষমা ঘোষণা করেছেন।


১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন এই ক্ষমা ঘোষণা করা হল।

কুর্দি তরুণীর মৃত্যু

  • তেহরানে নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুণীর মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাসে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ওই বিক্ষোভ চলাকালে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। যাদের মধ্যে অন্তত ৭০ জন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। প্রায় ২০ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

আল জাজিরার

  •  প্রতিবেদনে বলা হয়, বিদেশিদের হয়ে গুপ্তচরবৃত্তি, বিদেশি গোয়েন্দাদের সরাসরি সহযোগিতা, ইচ্ছাকৃত খুন ও কাউকে আহত করা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ও লুটপাটের অভিযোগ এবং কারও বিরুদ্ধে ব্যক্তিগত মামলা না থাকলে গ্রেফতার ব্যক্তিদের ক্ষমা করা হচ্ছে।

________________________________________________

আরও পড়ুনঃ ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি
________________________________________________

ইরানের মানবাধিকারকর্মীদের প্রতিষ্ঠা করা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, তেহরানে নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুণীর মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাসে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এরপর ২০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে কয়েকজনকে নানা অপরাধে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে অন্তত পাঁচ জনের ফাঁসি কার্যকরও হয়েছে।

বিবিসি জানায়, আয়াতুল্লাহ খামেনির ক্ষমা পেতে হলে কী করতে হবে, তার ব্যাখ্যা করেছেন বিচার বিভাগের উপ প্রধান সাদেক রহিমি।

তিনি বলেন, যারা ক্ষমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তাদের অবশ্যই লিখিত আকারে অঙ্গীকার করতে হবে যে, তারা যা করেছেন তার জন্য তারা অনুতপ্ত। নতুবা তারা মুক্তি পাবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow