ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি

Feb 6, 2023 - 12:23
 0
ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি
বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিনকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পৌঁছান রানি ম্যাথিল্ডে৷ 

ভিআইপি অ্যারাইভাল জোনে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ৷ রানি ম্যাথিল্ডে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে এই সফর করছেন৷

সফরে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন৷

ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে । ছবি: সংগৃহীত

এছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল ও খুলনায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পও পরিদর্শন করবেন৷

এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানি আসার কথা জানানো হয়।

______________________________________________________________________________

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে সময় কাটালেন বসুন্ধরার পরিচালক সাবরিনা সোবহান
______________________________________________________________________________

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সফর শেষে ৮ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow