আবারো ‘রহস্যময়’ বস্তু, নামাল যুক্তরাষ্ট্র

আকাশ থেকে আবারও রহস্যময় একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার হ্রদ এলাকা লেক হুরনর কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে বস্তুটি নামিয়েছে মার্কিন বিমান বাহিনী।

Feb 13, 2023 - 10:59
 0
আবারো ‘রহস্যময়’ বস্তু, নামাল যুক্তরাষ্ট্র
সংগ্রহীত ছবি

আকাশ থেকে আবারও রহস্যময় একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার হ্রদ এলাকা লেক হুরনর কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে বস্তুটি নামিয়েছে মার্কিন বিমান বাহিনী।

মন্টানার লেক হুরন হ্রদটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বস্তুটি ছিল অষ্টভূজাকৃতির এবং সেটি আকাশের ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

‘বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল নিরাপদ রাখতেই বস্তুটিকে ভূপাতিত করা হয়েছে,’ বলা হয় পেন্টাগনের বিবৃতিতে। আরও বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন নিজে বস্তুটি নামানোর নির্দেশ দিয়েছিলেন। গত দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী।

গত দু’সপ্তাহে এই নিয়ে চতুর্থবারের বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী। প্রথম যে বস্তুটি নামানো হয়েছিল, সেটি ছিল চারটি বাসের আকৃতির সমান একটি চীনা বেলুন। গত ৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলে ভূপাতিত করা হয় বেলুনটি। তার আগে বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়েছে সেটি।


গত দু’সপ্তাহে এই নিয়ে কয়েকবার নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যই এই নজরদারি বেলুনটি পাঠিয়েছিল চীন।

অন্য দিকে চীনের দাবি, বেলুনটি ছিল সম্পূর্ণ বেসামরিক এবং আবহাওয়া বিষয়ক তথ্য সংগ্রহের জন্য সেটি ওড়ানো হয়েছিল। জোর বাতাসে বেলুনটি গতিপথ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow