আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। চলমান সহকারী শিক্ষক বদলি শেষে আগামী এপ্রিল থেকে অনলাইন মাধ্যমে এ বদলি কার্যক্রম শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

Jan 31, 2023 - 11:57
 0
আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম  শুরু
ওই সময়ে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন বাতিল বলে গণ্য হবে। সংগ্রহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। চলমান সহকারী শিক্ষক বদলি শেষে আগামী এপ্রিল থেকে অনলাইন মাধ্যমে এ বদলি কার্যক্রম শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

করোনাভাইরাস

  • জানা গেছে, করোনাভাইরাসের মহামারির কারণে গত তিন বছর প্রধান শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত ছিল। ওই সময়ে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

তবে এসব আবেদন বাতিল বলে গণ্য হবে। যেসব প্রধান শিক্ষক বদলি হতে চান তাদের নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে বদলির জন্য মনোনীত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, সহকারী শিক্ষক বদলি চলমান রয়েছে। এটি শেষ হলে অনলাইনে প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের কাছে আবেদন চাওয়া হবে। আবেদনকারীদের মধ্যে যোগ্যদের পছন্দের স্থানে বদলি করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow