পাঁচ বছরে হজের ব্যয় বেড়েছে দ্বিগুণ

চলতি বছর হজে যেতে সরকারিভাবে লাগবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর মাত্র পাঁচ বছর আগে ২০১৮ সালে হজে যেতে সরকারিভাবে লাগতো তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা

Feb 2, 2023 - 11:34
 0
পাঁচ বছরে হজের ব্যয় বেড়েছে দ্বিগুণ
এরমানে পাঁচ বছরে হজযাত্রার ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুন : সংগ্রহীত ছবি

চলতি বছর হজে যেতে সরকারিভাবে লাগবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর মাত্র পাঁচ বছর আগে ২০১৮ সালে হজে যেতে সরকারিভাবে লাগতো তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। এরমানে পাঁচ বছরে হজযাত্রার ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুন।

বুধবার ঘোষিত সরকারি প্যাকেজ অনুযায়ী, হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে। গত বছরের তুলনায় খরচ সর্বোচ্চ এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে। আর পাঁচ বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে হজের ব্যয়।

প্যাকেজ

  • গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর 'সাধারণ প্যাকেজ'র মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। বেসরকারি হজ প্যাকেজ আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। গত বছরের প্যাকেজ-১ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা, প্যাকেজ-২ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা।

___________________________________________________________________________________

আরও পড়ুনঃ ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর : ডেরেক এইচ শোলেট

___________________________________________________________________________________

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি করেছে বাংলাদেশ। হজ চুক্তি অনুযায়ী এ বছর আগের মতোই এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow