‘কঠিন হচ্ছে’ পূর্ব ইউক্রেনের পরিস্থিতি: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে সেখানে রাশিয়া আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করছে।

Feb 5, 2023 - 18:10
 0
‘কঠিন হচ্ছে’ পূর্ব ইউক্রেনের পরিস্থিতি: জেলেনস্কি
ছবি: সংগৃহীত

শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাকে প্রায়ই বলতে হয়েছে সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে। এবং আরও কঠিন হচ্ছে। রুশ হানাদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলতে আরও বেশি সংখ্যক সৈন্য সেখানে নিচ্ছে। ’

‘এখন বাখমুত, ভুলেদার, লাইমান ও অন্যান্য এলাকাগুলোর পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে’- তিনি যোগ করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস বিপর্যয়ের পর রাশিয়ান সৈন্যরা একটি উল্লেখযোগ্য যুদ্ধক্ষেত্রে বিজয়ের জন্য চাপ দিচ্ছে। তারা বাখমুত শহরের নিকটবর্তী কয়লা-খনির শহর ভুলেদারও দখল করার চেষ্টা করছে। ’

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রক্ষায় হাল না ছেড়ে যতদিন প্রয়োজন লড়াই করবেন বলে জানিয়েছিলেন জেলেনস্কি।

_______________________________________________

আরও পড়ুনঃ চিলিতে দাবানলে নিহত ২৩, আহত ৯৭৯
_______________________________________________

প্রেসিডেন্ট বলেছিলেন, কেউ বাখমুতে আত্মসমর্পণ করবে না। আমরা যতদিন পারি লড়াই করব।

নিজ দেশের সৈন্যরা জান-প্রাণ দিয়ে শহরটি রক্ষা করবে বলেও আশা প্রকাশ করেন জেলেনস্কি। তিনি আরও বলেন, যদি আমাদের আরও বেশি অস্ত্র দেওয়া হয় বিভিন্ন অঞ্চল রক্ষার পাশাপাশি দনবাস অঞ্চল থেকে শত্রুদের বিতাড়িত করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow