চিলিতে দাবানলে নিহত ২৩, আহত ৯৭৯

চিলিতে তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Feb 5, 2023 - 12:02
 0
চিলিতে দাবানলে নিহত ২৩, আহত ৯৭৯
এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে রয়েছে ১ হাজার ৪২৯ জন : সংগ্রহীত ছবি

চিলিতে তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানলে আহত হয়েছে অন্তত ৫৫৪ জন। এর মধ্যে দগ্ধ ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে রয়েছে ১ হাজার ৪২৯ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা

  • স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দাবানল নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
    স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি।
  • শনিবার তারা জানিয়েছে, মোট ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮০টি মারাত্মক আকার ধারণ করেছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনিজুয়েলার সরকার বিমান এবং অগ্নিনির্বাপক বাহিনীসহ সাহায্যের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। 

________________________________________________________________________

আরও পড়ুনঃ ‘বলির পাঁঠা’ করা হয়েছিল, শারজিল-সহ ১০ জন, অব্যাহতি দিল আদালত
________________________________________________________________________

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি।

চিলির জাতীয় বনবিভাগ

  •  সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।


তবে শনিবার আরো অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow