হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে তিনি বাসায় ফেরেন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

Jan 17, 2023 - 12:15
 0
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
গতকাল রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় এসেছেন। তিনি অনেকটা সুস্থ আছেন : সংগ্রহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে তিনি বাসায় ফেরেন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেহ পরীক্ষা শেষে গতকাল রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় এসেছেন। তিনি অনেকটা সুস্থ আছেন। এর আগে গত রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে সেবা নিতে ভর্তি হন মির্জা ফখরুল। নয়াপল্টনে নাশকতার অভিযোগে করা মামলায় ৩২ দিন কারাভোগের পর গত ৯ জানুয়ারি সন্ধ্যায় জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে অব্যাহতি পান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেঈমানি করেছেন গোলাপ : ব্যারিস্টার সুমন

এর প্রথমে ৩ জানুয়ারি বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল-আব্বাসকে ছয় মাসের জামিন দেন।

পরদিন ৪ জানুয়ারি প্রভাতকালে জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ওইদিন দুপুরে অ্যাপ্লাই বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আপিল মঞ্জুর করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

আরও পড়ুনঃ এবার হজের খরচ কমলো ৩০ শতাংশ

সেই পর্যন্ত মির্জা ফখরুল এবং আব্বাসের জামিননামা দাখিল করা যাবে না বলা হয়ে থাকে নির্দেশ দিয়েছিলেন চেম্বার বিচারপতি।

এর পর ৮ জানুয়ারি সর্বশ্রেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আবেদন বেঞ্চ দুই নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আদেশ দেন।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের পর ৮ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে সাদা বস্ত্রে ডিবি পুলিশ থাকার জায়গা থেকে তুলে নিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow