বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেঈমানি করেছেন গোলাপ : ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেঈমানি করেছেন আওয়ামী লীগ সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া গোলাপ। আওয়ামী লীগের নেতৃত্বে থাকার কোনো অধিকার তার নাই।

Jan 17, 2023 - 12:06
 0
বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেঈমানি করেছেন গোলাপ : ব্যারিস্টার সুমন

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্ট এলাকা থেকে ফেসবুক লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

মো. আবদুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে বাড়ি ও অর্থ পাচারের প্রসঙ্গ টেনে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। বিষয়টি নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।

আরও পড়ুনঃ  এবার হজের খরচ কমলো ৩০ শতাংশ

তিনি বলেন, প্রতিবেদনে বলা হয়েছে মো. আবদুস সোবহান মিয়া ২০১৪ সালে প্রথম নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন। পরের পাঁচ বছরে নিউইয়র্কে একে একে মোট ৯টি প্রপার্টির (ফ্ল্যাট বা বাড়ি) মালিক হন।

উল্লেখ্য, মো. আবদুস সোবহান মিয়া গোলাপ ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow