হাজার বছরে সর্বোচ্চ উষ্ণতম গ্রিনল্যান্ড, বিজ্ঞানীদের উদ্বেগ

জবাব আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ দ্বীপ-রাষ্ট্র গ্রিনল্যান্ড বিশ্বের শীতলতম স্থানগুলোর ভিতরে একটি।

Jan 22, 2023 - 13:08
 0
হাজার বছরে সর্বোচ্চ উষ্ণতম গ্রিনল্যান্ড, বিজ্ঞানীদের উদ্বেগ
১৯৯০ হতে ২০১১ সালের মধ্যের তাপমাত্রা নিয়ে পর্যালোচনা করেছি। সংগ্রহীত ছবি

জবাব আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ দ্বীপ-রাষ্ট্র গ্রিনল্যান্ড বিশ্বের শীতলতম স্থানগুলোর ভিতরে একটি।

 তবে নতুন তথ্যে দেখা গিয়েছে, গ্রিনল্যান্ডে গত এক হাজার বর্ষের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রকৃতির ওপর জলবায়ু পাল্টানোর প্রভাব কত ভয়াবহ তা হাড়ে-হাড়ে টের পাচ্ছে পৃথিবীবাসী।

আরও পড়ুনঃ শুরু হয়েছে আখেরি মোনাজাত, ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়কেও মুসল্লির ঢল


গ্রিনল্যান্ডের হিমবাহের একেবারে অভ্যন্তরের তুষার নিয়ে করা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন, এই তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক জলবায়ু বদলানোর ক্লিয়ার নিদর্শন। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গ্রিনল্যান্ডের বরফের ধাপ নিয়ে গবেষণা করছেন। কিছু দিন আগে নেচার জার্নালে তারা তাদের গবেষণার ফল প্রকাশ করেছেন।এর প্রথমে ১৯৯৫ বছরের এক গবেষণায় লক্ষ্য যায়, গ্রিনল্যান্ডের তাপমাত্রা বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ততটা বাড়ছে না। তবে আবার ১৫ বছর পর বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখলেন, সেখানে পূর্বের তুলনায় তাপমাত্রা অনেকটাই বাড়ছে।


জার্মানির আলফ্রেড ওয়েজেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষণার সেরা কবি মারিয়া হোরহোল্ড বলেছেন, আমরা ১৯৯০ হতে ২০১১ সালের মধ্যের তাপমাত্রা নিয়ে পর্যালোচনা করেছি। এখন আমাদের কাছে পৃথিবী উষ্ণায়নের এক ভয়াবহ প্রমাণ রয়েছে। জীবাশ্ম জ্বালানির ফাস্ট ব্যবহার বায়ুমণ্ডলে কার্বন নির্গমন ঘটায়, যা পৃথিবীকে উষ্ণ করে। ফলে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতি এক দশকে গ্রিনল্যান্ডে কয়েক ট্রিলিয়ন টন বরফ গলে যাবে। এই হিম গলার মাত্রাও ক্রমবর্ধমান। ফলে কার্বন নিঃসরণ কমাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। হাতে আর টাইম নেই।
গত সালের নভেম্বরে জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, জগৎ উষ্ণ হওয়ার সঙ্গে-সঙ্গে পৃথিবীর প্রচুর হিমবাহ ২০৫০ বছরের মধ্যে গলে হারিয়ে যেতে পারে। ৫০টি জায়গায় ১৮ হাজার ৬০০টি হিমবাহ নিয়মিত পর্যবেক্ষণ করেছে জাতিসংঘ।

আরও পড়ুনঃ আমার জীবনে ‘রাজনীতি’র প্রয়োজন নেই: জেমিমা খান


আরেকটি গবেষণায় নোটিশ গেছে, ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রিনল্যান্ডে তাপমাত্রা গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ২১০০ সালের ভিতরে জগতের দুই-তৃতীয়াংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে বলে আন্দাজ করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা।
সর্বশেষ ২০২২ বছরের এক রিপোর্টে বলা হয়, জগতের তাপমাত্রা বর্তমান প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.১৫ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। এমনকি গত আট বছর ছিল পৃথিবীর সর্বাপেক্ষা উষ্ণতম বছর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow