শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচনের বিষয়ে ইসির সিদ্ধান্ত বৃহস্পতিবার

জাতীয় সংষদ থেকে পদত্যাগে শূন্য হওয়া বিএনপির সংসদ সদস্যদের আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার

Dec 18, 2022 - 12:27
 0
শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচনের বিষয়ে ইসির সিদ্ধান্ত বৃহস্পতিবার
আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নীতি এই বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন,

জাতীয় সংষদ থেকে পদত্যাগে শূন্য হওয়া বিএনপির সংসদ সদস্যদের আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলা হয় জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন আলয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও আরেকজন নির্বাচন কমিশনার আজকে ঢাকার বাইরে আছেন। পরশুদিন সম্ভবত আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে আমরা বসবো। সর্বনিম্ন সময় যেটা দেওয়ার জন্য হয় সেটি দিয়ে আমরা নির্বাচন দিয়ে দেবো।’

‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা সিট  ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। পরবর্তী প্রক্রিয়া হলো, আমরা সভায় বসবো। বৈঠকে বসে আমরা ডিসিশন নেবো যে কবে নির্বাচন হবে, তার সিডিউল ঘোষণা করা হবে।’

আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নীতি এই বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘ম্যাক্সিমাম ৯০ দিন। তফসিল আমরা অতিশয় তাড়াতাড়িই দেবো ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের ভিতরে করতে হবে। যেহেতু পরবর্তী কমন নির্বাচন এক সালের একটু অধিক সময় আছে। ওই হিসেবে ৯০ দিনের পূর্বেই কর্তৃক দেবো।’

‘সব নির্বাচনই ৯০ দিনের ভিতরে করতে হয়। তবুও মিনিমাম একটা টাইম দেওয়ার জন্য হয়ে যায় কারণ নমিনেশন জমা দেওয়ার টাইম আছে, বাছাইয়ের টাইম থাকে, প্রত্যাহারের সময় থাকে, প্রচারণার সময় থাকে। এ জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় দিতে হয়। এ সময়টা দিয়ে তারিখ ঘোষণা করা হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow