মোংলা বন্দরে সার বোঝাই লাইটার জাহাজডুবি

মোংলা বন্দরের সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে ১টি লাইটার জাহাজ ডুবে গেছে

Jan 25, 2023 - 11:26
 0
মোংলা বন্দরে সার বোঝাই লাইটার জাহাজডুবি
ঃমঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে : সংগ্রহীত ছবি

মোংলা বন্দরের সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে ১টি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজের ৮ কর্মচারী সাঁতরে পাশের জাহাজে উঠতে সক্ষম হয়। জাহাজটিতে ৩১ হাজার ৪৫৯ মেট্রিক টন মিউরেট অব পটাশ সার ছিল।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আজ

জানা যায়, বন্দরের হাড়বাড়িয়া-৯ এই অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলিম্পিক নামের একটি জাহাজ হতে এমভি শাহাজালাল এক্সপ্রেস সার বোঝাই করে। অতঃপর রাত সাড়ে ১২টার দিকে লাইটারটি পণ্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেয়। কিছু দূর যাওয়ার পর মোংলা বন্দরের বহিনোঙর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে পৌঁছালে লাইটারের প্রোপেলার সেভ ভেঙে ইঞ্জিনরুমে জল ঢুকতে থাকে। এ সময় লাইটারের ৮ শ্রমিক সাঁতরে পাশে থাকা অন্য লাইটারে আশ্রয় নেয়। এর কিছুক্ষণের মধ্যেই লাইটারটি ডুবে যায়।

খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান চালু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, লাইটার ডুবির ঘটনা তদন্তে বুধবার প্রভাতে বন্দরের হারবার সেক্টর ওই এলাকা পরিদর্শন করবেন। এর পর দরকারী ব্যবস্থা  করা হবে। কিন্তু চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলা হয় তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow