মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

মোংলা ইপিজেডে ভিআইপি-১-এ লাগা আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার ভোর সাড়ে ৮টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

Feb 1, 2023 - 12:48
 0
মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
এদিকে আগুন লাগার ঘটনায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে : সংগ্রহীত ছবি

মোংলা ইপিজেডে ভিআইপি-১-এ লাগা আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার ভোর সাড়ে ৮টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

তবে কিছু কিছু অংশ থেকে এখনো ধোঁয়া উড়তে দেখা যায়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

এদিকে আগুন লাগার ঘটনায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে—এমন দাবি করেন ভিআইপি কারখানার কর্মকর্তা আশীষ কুমার কর্মকার।

ফায়ার সার্ভিস


  • ভিআইপি লাগেজ ফ্যাক্টরির কর্মকর্তা মো. মিজান মঙ্গলবার রাত ১০টায় বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নেভাতে এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। আরও দুই ঘণ্টা লাগতে পারে সে কাজে। আপাতত আগুন ছড়ানোর কোনো আশঙ্কা নেই।

তারপরও আগুন নিভে গেলে ফ্লোরটিতে সার্চ করা হবে বলেও জানান তিনি। এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা ওই ফ্লোরে গ্যাস দিয়ে কাটার ওয়েল্ডিংয়ের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, আগুন পুরোপুরি না নিভলেও এখন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এখনও কাজ করছেন। এছাড়া এ অগ্নিকাণ্ডে কেউই হতাহত হননি বলেও নিশ্চিত করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow