বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনেরও উদ্বোধন করেন তিনি।

Feb 5, 2023 - 11:39
 0
বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী : সংগ্রহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনেরও উদ্বোধন করেন তিনি।

রবিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে ভবনটি উদ্বোধন করতে আগারগাঁওয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইস টিপে ভবন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

(বিডা) ভবন

  • প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অধিকতর বিনিয়োগ সেবা দেওয়ার লক্ষ্যে বিনিয়োগ সংক্রান্ত তিন কর্তৃপক্ষের অফিস একই ভবনে স্থান পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডি) অফিস রয়েছে।

________________________________________________________________________

আরও পড়ুনঃ সাধারণ মানুষের বেড়েছে ক্রয় ক্ষমতা : প্রধানমন্ত্রী
________________________________________________________________________


ভবনটি উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেন তিনি। দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হয়েছে। সম্মেলনে মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস ও আয় করের ওপর মোট তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনকালে এসব বিষয়ে পৃথক তথ্য কেন্দ্র থাকবে। জনগণ এসব কেন্দ্র থেকে ভ্যাট, কাস্টমস ও আয় কর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow