মাদরাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক নিয়ে আলোচনার নির্দেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে আগামী ২৩ মে। পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে সব মাদরাসায় আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

May 11, 2023 - 13:27
 0
মাদরাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক নিয়ে আলোচনার নির্দেশ
ছবি: সংগৃহীত

বুধবার (১০ মে) অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হবে। দিনটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে সব স্তরের মাদরাসায় আলোচনা সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্বশান্তি পরিষদ। আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

সেদিন রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের, তিনি বিশ্ববন্ধু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow