ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়ালো ৪৬ হাজার

তুরস্ক ও সিরিয়ায় কাহরামানমারাসে দুটি বিশাল ভূমিকম্পের ১২ দিন পরও ধ্বংসস্তূপে মিলছে প্রাণ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। 

Feb 19, 2023 - 12:11
 0
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়ালো ৪৬ হাজার
সংগ্রহীত ছবি

তুরস্ক ও সিরিয়ায় কাহরামানমারাসে দুটি বিশাল ভূমিকম্পের ১২ দিন পরও ধ্বংসস্তূপে মিলছে প্রাণ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৬ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৪০ হাজার ৬৪২ ও সিরিয়ার ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধারকাজে বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী মাঠে কাজ করছেন।]


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত তুরস্কে নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন। একই সময় পর্যন্ত সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের।

____________________________________________________

আরও পড়ুনঃ  কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
____________________________________________________

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছেন, প্রায় ২০০ স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনও মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। অন্যান্য ধ্বংসাবশেষ অপসারণেও অভিযান শুরু হয়েছে।

সময়মতো ত্রাণ না পাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে ভূমিকম্প কবলিত এলাকায়। সেইসঙ্গে চলছে তীব্র শীত। ক্ষুধা ও শীতে ভুগছেন অনেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করেছে, ভূমিকম্পে যারা বেঁচে গেছেন তাদের অনেকেই আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানির অভাবেও মারা যেতে পারেন।

এদিকে তুর্কি সরকারের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ লাখের বেশি মানুষ।


এদিকে তুর্কি সরকারের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ লাখের বেশি মানুষ।

তবে সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এল-মুস্তফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে এক কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির আশঙ্কা, দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow