কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার মিরপুরের ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Feb 19, 2023 - 12:03
 0
কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংগ্রহীত ছবি

ঢাকার মিরপুরের ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ফ্লাইওভারের মাধ্যমে মিরপুরের সঙ্গে বনানী, উত্তরা এবং রাজধানীর পূর্বাংশের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।

রোববার সকালে কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানে কালশী ফ্লাইওভার এবং ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

_______________________________________________________

আরও পড়ুনঃ  ক্ষতবিক্ষত হয়ে ‘রবীন্দ্রনাথ’ ফিরল টিএসসিতে
_______________________________________________________

ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুর ডিওএইচএসমুখী ২.৩৪ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই ফ্লাইওভারের তিনটি র‌্যাম্প রয়েছে। মিরপুর ডিওএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বরের দিকের প্রান্ত থেকে ফ্লাইওভারে ওঠা যাবে। কালশী রোড প্রান্ত দিয়ে কেবল নামার সুযোগ রয়েছে।

ফ্লাইওভারের নিচে প্রশস্ত করা রাস্তার দৈর্ঘ্য ৩.৭ কিলোমিটার, যা মাটিকাটা এলাকার ইসিবি চত্বর থেকে শুরু হয়ে কালশী মোড় থেকে মিরপুর ডিওএইচএসে চলে গেছে।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও ডিএনসিসি। এটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow