ভিন্ন ভিন্ন কারণে মাহমুদ, মেহেদী, পুরান ও মোসাদ্দেকের শাস্তি

বিপিএলে আচরণ বিধি ভাঙার দায়ে শাস্তি পেলেন তিন ক্রিকেটার। তারা হলেন- রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান ও নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন।

Feb 13, 2023 - 16:47
 0
ভিন্ন ভিন্ন কারণে মাহমুদ, মেহেদী, পুরান ও মোসাদ্দেকের শাস্তি
সংগ্রহীত ছবি

বিপিএলে আচরণ বিধি ভাঙার দায়ে শাস্তি পেলেন তিন ক্রিকেটার। তারা হলেন- রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান ও নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন।

এক বিবৃতিতে সোমবার এই তিন ক্রিকেটারকে শাস্তির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদের শাস্তিটি ১০ ফেব্রুয়ারি ম্যাচের, বাকি তিনজনের শাস্তি এসেছে প্লে-অফ রাউন্ডের ম্যাচে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের শাস্তির কথা জানায় বিসিবি। সবাই শাস্তি মেনে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি কারও ক্ষেত্রেই।

কোড অব কনডাক্টের ২.২০ ধারা, যেটি ক্রিকেটের চেতনা-সম্পর্কিত, তা ভেঙেছেন মাহমুদ। ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে মিরপুরের ম্যাচে এ কাজ করেন তিনি। ঠিক কী করেছেন, সেটি আলাদা করে উল্লেখ করা হয়নি। তবে সেদিন রোমাঞ্চকর ম্যাচের শেষ দিকে খুলনার ড্রেসিংরুমে তাদের কোচ মাহমুদ ধূমপান করছেন—টেলিভিশন সম্প্রচারে দেখানো হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিসিবির ইতিহাসে এবারই প্রথম কোনো পরিচালককে শাস্তি দেয়া হচ্ছে। সুজন অবশ্য ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নিয়েছেন। আর তাই কোনো প্রকার শুনানির প্রয়োজন দরকার হচ্ছে না।

১২ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ জয়ের পর হেলমেট খুলে সেটা ব্যাট দিয়ে আঘাত করে জয়ের উল্লাসে ফেটে পড়েন রংপুর রাইডার্সের অলরাউন্ডার শেখ মেহেদী। এই ঘটনায় তাকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow