ভারতের ঝাড়খণ্ডে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছে।  দগ্ধ আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Feb 1, 2023 - 11:14
Feb 1, 2023 - 12:35
 0
ভারতের ঝাড়খণ্ডে  বহুতল ভবনে আগুন, নিহত ১৪
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি সংগ্রহীত ছবি

ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছে।  দগ্ধ আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, আগুন লাগা ওই বহুতল ভবনটির নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

  • এদিকে এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
    ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমান জানান, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিক্যালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ। তবে হতাহতের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে।

_________________________________________________________________

আরও পড়ুনঃ  ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের পৃথক দুই হামলায় ২৮ জন নিহত
_________________________________________________________________

অগ্নিকাণ্ডের বিষয়ে এ পুলিশ কর্মকর্তা দাবি করে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow