বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলেই বিএনপি জাতীয় নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা চুরি করবেই। আর এখন ইভিএম মেশিন বের করেছে, যেখানে জনগণ ধানের শিষে ভোট দেবে, আর সেটা হয়ে যাবে নৌকা।

Jan 21, 2023 - 17:30
 0
বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন : মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রায় এক মাস কারাবাসের পর মুক্তি পেয়ে প্রথম নিজ জেলা ঠাকুরগাঁও গেছেন মির্জা ফখরুল। নিজ জেলায় জনসম্মুখে তিনি বলেন, ‘জজ-ব্যারিস্টার ও স্থানীয় এমপি সাহেবের যে অধিকার, জনগণের অধিকারও তাই। এ দেশের মালিক জনগণ, কিন্তু তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এ সরকার।

হারিয়ে দেওয়া নির্বাচনে বিএনপি আর কখনও যাবে না উল্লেখ করে ফখরুল বলেন, সরকারের প্রতারণা ও ছলনায় মানুষ আর ভুল করবে না।

আরও পড়ুনঃ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে বাংলাদেশ

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষের সব অধিকার নষ্ট করে দিয়েছে। নিজের কথা ও অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের গণতন্ত্র হলো চুরি করা, লুট ও টাকা পাচার করার গণতন্ত্র এবং মানুষকে হত্যা করার গণতন্ত্র। গত ১৪ বছরে আওয়ামী লীগ নাশকতা ও সন্ত্রাস করে দেশকে শ্মশানে পরিণত করেছে। বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘১৪ বছর ধরে জগদ্দল পাথরের মতো জনসাধারণের ওপর চেপে বসেছে এ সরকার। তারা বিদ্যুতের দাম ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ায় দেশে সবকিছুর দাম বেড়ে গেছে। কথা কহিলেই মামলা। এ সরকারের বিরুদ্ধে কোনো কথা কহিবা যাবেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সরকারি দলের লোকজন ফুলে-ফেঁপে বড় হয়েছে। এ জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল?’

আরও পড়ুনঃ আমাদের গণতন্ত্র আমরাই চালাব, বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব জানান, দলটির আন্দোলন শান্তিপূর্ণ। বিএনপি কোথাও কোনো অশান্তি করছে না। কিন্তু আঘাত আসলে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow