বর্ষবরণে বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ

পাহাড়ে বসবাসরত উপজাতিদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’। আগামী ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এ বৈসাবি উৎসব। এখন এ উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোর ঘরে ঘরে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ।

Apr 9, 2023 - 10:56
 0
বর্ষবরণে বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ
সংগ্রহীত ছবি

উৎসবের দিনগুলোতে পাহাড়ী বাঙ্গালীর স¤প্রীতির এক মিলনমেলা হয়ে উঠবে। ইতোমধ্যে এলাকা ভিত্তিক নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবকে বরণ করে নেওয়ার যাবতীয় আয়োজন। বান্দরবানের উপজাতিয় চাকমা, মারমা ও ত্রিপুরা স¤প্রদায় বর্ষবরণকে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করে থাকেন। ১৯৮৫ সাল থেকে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘বৈসাবি’ নামে এ উৎসব পালন করে আসছে। যা সময়ের ব্যবধানে নিজ নিজ স¤প্রদায়ের লোকদের কাছে ‘বৈসাবি’ শব্দটি জনপ্রিয় হয়ে উঠে। এ উৎসবকে সামনে রেখে জেলার হাট-বাজারে কেনা-কাটা বেড়েছে। বিপনী বিতানগুলোতে পাহাড়িদের তরুন-তরুনীদের উপচে পড়া ভীড়।


বর্ষবরণ ও বিদায় উৎসবকে ত্রিপুরা স¤প্রদায় ‘বৈসুক’, মারমা স¤প্রদায় ‘সাংগ্রাই’ এবং চাকমা স¤প্রদায় ‘বিজু’ নামে এ উৎসব পালন করে থাকেন। একত্রে তিনটি আদ্যার নিয়ে বৈ-সা-বি বলে পাহাড়ে এই উৎসব পরিচিত। চৈত্রের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু। এদিনে ফুল দিয়ে ঘরবাড়ি সাজানো হয়। দ্বিতীয় দিন চৈত্র সংক্রান্ত ‘বৈসাবি’ অথবা মূল বিজু। এদিনকে উৎসবের প্রধান দিন ধরে নেয় চাকমারা। ত্রিপুরা ও মারমারা এদিন পালন করলেও তাদের জন্য ১ বৈশাখ হচ্ছে গুরুত্বপূর্ণ দিন।

পাহাড়ে বসবাসরত উপজাতিদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’। আগামী ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এ বৈসাবি উৎসব। এখন এ উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোর ঘরে ঘরে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ।

উৎসবের দিনগুলোতে পাহাড়ী বাঙ্গালীর স¤প্রীতির এক মিলনমেলা হয়ে উঠবে। ইতোমধ্যে এলাকা ভিত্তিক নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবকে বরণ করে নেওয়ার যাবতীয় আয়োজন। বান্দরবানের উপজাতিয় চাকমা, মারমা ও ত্রিপুরা স¤প্রদায় বর্ষবরণকে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করে থাকেন। ১৯৮৫ সাল থেকে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘বৈসাবি’ নামে এ উৎসব পালন করে আসছে। যা সময়ের ব্যবধানে নিজ নিজ স¤প্রদায়ের লোকদের কাছে ‘বৈসাবি’ শব্দটি জনপ্রিয় হয়ে উঠে। এ উৎসবকে সামনে রেখে জেলার হাট-বাজারে কেনা-কাটা বেড়েছে। বিপনী বিতানগুলোতে পাহাড়িদের তরুন-তরুনীদের উপচে পড়া ভীড়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow