প্রশান্ত মহাসাগরে ভাসমান ৩ দশমিক ২ টন কোকেন উদ্ধার

প্রশান্ত মহাসাগরে ভাসমান ৩ দশমিক ২ টন বা ৩২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এসব কোকেন অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা কোকেনের বাজারমূল্য ৩০ কোটি মার্কিন ডলারের বেশি।

Feb 9, 2023 - 12:16
 0
প্রশান্ত মহাসাগরে ভাসমান ৩ দশমিক ২ টন কোকেন উদ্ধার
সংগ্রহীত ছবি

প্রশান্ত মহাসাগরে ভাসমান ৩ দশমিক ২ টন বা ৩২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এসব কোকেন অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা কোকেনের বাজারমূল্য ৩০ কোটি মার্কিন ডলারের বেশি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তরপশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ভাসছিল ৮১ বেল কোকেন। ছবিতে দেখা যায়, কোকেনগুলো জাল দিয়ে বাঁধা এবং তার সঙ্গে হলুদ রঙের ফ্লোট জড়ানো। কিছু বেলের ওপর ব্যাটম্যানের চিহ্ন এবং প্যাকেটগুলোর গায়ে চারপাতা ক্লোভারের চিহ্ন লাগানো ছিল।


________________________________________________________________________

আরও পড়ুনঃ  দেশে এখন ১৯ লাখ টন খাদ্য মজুদ রয়েছে: প্রধানমন্ত্রী
________________________________________________________________________

নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের যৌথ অভিযানে এসব কোকেন উদ্ধার করে। নিউজিল্যান্ডের পাশাপাশি ফাইভ আইস অ্যালায়েন্সের বাকি সদস্যরা হলো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য।


কস্টার বলেন, আমাদের বিশ্বাস, এসব কোকেন অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলো দিয়ে সেখানে এক বছর বাজার সামলানো যেতো। আর নিউজিল্যান্ডে ব্যবহার করলে লাগতো ৩০ বছরের বেশি।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উদ্ধার কোকেনগুলো জাল দিয়ে বাঁধা এবং তার সঙ্গে হলুদ রঙের ফ্লোট জড়ানো। কিছু বেলের ওপর ব্যাটম্যানের চিহ্ন এবং প্যাকেটগুলোর গায়ে চারপাতা ক্লোভারের চিহ্ন লাগানো ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow