প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বাইডেন

Mar 27, 2023 - 20:04
 0
প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বাইডেন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে পাঠানো এক চিঠিতে বাইডেন এ শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের মানুষকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের জনগণই মুক্তি এবং স্বাধীনতার আসল অর্থ জানে। কারণ, তারা ১৯৭১ সালে তাদের নিজেদের ভাগ্য এবং নিজেদের ভাষায় কথা বলার অধিকার আদায়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে।’

চিঠিতে বাইডেন আরও লিখেছেন, ‘গত ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে। যেমন- অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, জনগণের মধ্যে পারস্পারিক বন্ধন জোরদার করা, বৈশ্বিক স্বাস্থ্য এবং জলবায়ুগত সমস্যার মোকাবিলা করা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অংশীদার হওয়া। যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশের প্রতি অঙ্গীকারবদ্ধ।’

‘উদযাপনের এই দিনে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার এই আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা!’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow