প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব। রোববার রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি। চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই নারী মহাকাশচারীকে।

Feb 13, 2023 - 12:39
 0
প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব
সংগ্রহীত ছবি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব। রোববার রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি। চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই নারী মহাকাশচারীকে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, মানব সেবা এবং মহাকাশের সম্ভাব্য সুযোগগুলোর জন্য মহাকাশ ভ্রমণে নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করাই এই পদক্ষেপটির মূল উদ্দেশ্য।

সৌদি স্পেস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান আবদুল্লাহ বিন আমের আল-সওয়াহা বলেছেন, এই মিশনটিতে দেশটির নেতৃবৃন্দের সর্ব সম্মতি রয়েছে। এই মিশনটির মাধ্যমে দেশের মহাকাশ জ্ঞান আরও সক্রিয় হবে, স্বাধীনভাবে নিজস্ব গবেষণা পরিচালনা করার ক্ষমতা বাড়বে যা শিল্প এবং দেশের ভবিষ্যতের উপর ইতিবাচকভাবে প্রভাব ফেলবে।

এসএসসির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন সৌদ আল-তামিমি বলেন, মহাকাশে নভোচারীদের পাঠানো প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দেশটিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সহায়তা করবে। সৌদি হবে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে একই সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একই দেশের দুই নভোচারী থাকবে।

এসএসসি এর আগে সৌদি ‘হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রাম’ চালু করে। প্রোগ্রামটির লক্ষ্য হল, মহাকাশ ভ্রমণের জন্য নাগরিকদের প্রশিক্ষণ এবং যোগ্য করে তোলা, মানব মহাকাশযান পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণ এবং ভবিষ্যতের মহাকাশ-সম্পর্কিত ‘ভিশন ২০৩০’ এ অবদান রাখা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow