পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়ে যা বললেন এমবাপে

কিলিয়ান এমবাপে। ফুটবল বিশ্বের পরবর্তী সুপারস্টার যে তিনিই, সেটা বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চেই প্রমাণ করে দিয়েছিলেন। এবার ক্লাবের জার্সিতেও ফুল ফোটাচ্ছেন তরুণ ফরাসি তারকা। মাত্র ২৪ বছর বয়সে নিজের ক্লাব প্যারিস সাঁ জাঁ-র হয়ে যে কীর্তি এমবাপে করলেন, তা এককথায় অবিশ্বাস্য।

Mar 5, 2023 - 13:20
 0
পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়ে যা বললেন এমবাপে
সংগ্রহীত ছবি

লিগ ওয়ানে শনিবার রাতে নঁতের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস জায়ান্টসরা। শুরুতেই দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর পিছিয়ে পড়লে, সেখান থেকে দলকে টেনে তোলেন এমবাপে। সেই গোলের মাধ্যমে তিনি পিএসজির হয়ে করা কাভানির গোলের রেকর্ড ভেঙেছেন। ক্লাবটির জার্সিতে এমবাপের গোলসংখ্যা ২০১টি। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৪৭ ম্যাচ।

ন্যান্টেসের বিরুদ্ধে জোড়া গোল করায় পিএসজির (PSG) হয়ে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ২০১। মাত্র ২৪৭ ম্যাচে এই গোলগুলি করেছেন তিনি। এমবাপের আগে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এডিনসন কাভানি। প্যারিসের ক্লাবটির জার্সি গায়ে তিনি ২০০টি গোল করেছিলেন। তালিকায় ৩ নম্বরে ইব্রাহিমোভিচ। তাঁর গোলসংখ্যা ১৫৬। ১৭৩ ম্যাচে ১১৮ গোল করে তালিকায় চতুর্থ স্থানে নেইমার।

গোলের অনন্য রেকর্ড গড়ার পর এমবাপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যম ক্যানাল প্লাসের সঙ্গে, ‘আমি খেলছি ইতিহাস গড়ার জন্য। এটি আমি সব সময়ই বলেছি যে আমি ফ্রান্সে ইতিহাস গড়তে চেয়েছি, রাজধানী-দেশ এবং আমার শহরের হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তা সুন্দর। কিন্তু এখনও আমার অনেক দূর যাওয়া বাকি। এটি আমার ব্যক্তিগত অর্জন। কিন্তু আমি দলের জন্যও কিছু করতে এসেছি।’

একইসঙ্গে লিগ ওয়ানে কাভানির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন এমবাপে। লিগটিতে কাভানি সর্বোচ্চ গোল ১৩৮টি। চলতি মৌসুমেও লিগে গোলদাতাদের মধ্যে সবার ওপরে এমবাপে। পিএসজির হয়ে তিনি ২২ ম্যাচে ১৮ গোল করেছেন। যার ফলে তিনি লিগ ওয়ানে দলকে শীর্ষে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।


লিগ ওয়ানে শনিবার রাতে নঁতের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস জায়ান্টসরা। শুরুতেই দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর পিছিয়ে পড়লে, সেখান থেকে দলকে টেনে তোলেন এমবাপে। সেই গোলের মাধ্যমে তিনি পিএসজির হয়ে করা কাভানির গোলের রেকর্ড ভেঙেছেন। ক্লাবটির জার্সিতে এমবাপের গোলসংখ্যা ২০১টি। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৪৭ ম্যাচ।

ন্যান্টেসের বিরুদ্ধে জোড়া গোল করায় পিএসজির (PSG) হয়ে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ২০১। মাত্র ২৪৭ ম্যাচে এই গোলগুলি করেছেন তিনি। এমবাপের আগে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এডিনসন কাভানি। প্যারিসের ক্লাবটির জার্সি গায়ে তিনি ২০০টি গোল করেছিলেন। তালিকায় ৩ নম্বরে ইব্রাহিমোভিচ। তাঁর গোলসংখ্যা ১৫৬। ১৭৩ ম্যাচে ১১৮ গোল করে তালিকায় চতুর্থ স্থানে নেইমার।

গোলের অনন্য রেকর্ড গড়ার পর এমবাপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যম ক্যানাল প্লাসের সঙ্গে, ‘আমি খেলছি ইতিহাস গড়ার জন্য। এটি আমি সব সময়ই বলেছি যে আমি ফ্রান্সে ইতিহাস গড়তে চেয়েছি, রাজধানী-দেশ এবং আমার শহরের হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তা সুন্দর। কিন্তু এখনও আমার অনেক দূর যাওয়া বাকি। এটি আমার ব্যক্তিগত অর্জন। কিন্তু আমি দলের জন্যও কিছু করতে এসেছি।’

একইসঙ্গে লিগ ওয়ানে কাভানির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন এমবাপে। লিগটিতে কাভানি সর্বোচ্চ গোল ১৩৮টি। চলতি মৌসুমেও লিগে গোলদাতাদের মধ্যে সবার ওপরে এমবাপে। পিএসজির হয়ে তিনি ২২ ম্যাচে ১৮ গোল করেছেন। যার ফলে তিনি লিগ ওয়ানে দলকে শীর্ষে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow