পাহাড়ে র‌্যাবের অভিযানে ১৭ জঙ্গিসহ গ্রেফতার ২০

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে দিনভর অভিযানে গোলাগুলির পর জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ সদস্য এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী বম পার্টির (কেএনএফ) তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

Feb 8, 2023 - 16:42
 0
পাহাড়ে র‌্যাবের অভিযানে ১৭ জঙ্গিসহ গ্রেফতার ২০
বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালের কণ্ঠ

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাহাড়ে দিনভর গোলাগুলির পর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে নতুন সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জঙ্গি ও পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যসহ ২০জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হওয়া অভিযানে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

এ সময় ২০ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, হিন্দালের জঙ্গি ও কেএনএফ সদস্যরা দিনভর র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়েছে। গোলাগুলির সময় র‌্যাবের ৯ জন সদস্য আহত হয়েছেন। আহতদের বান্দরবান সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকালে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে মঙ্গলবার বিকাল তিনটায় থানচি-লিক্রি সীমান্ত সড়কে তমা তঙ্গী পর্যটন স্পটে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসাইন জানান, কেএনএফ ও শারক্কীয়ার একটি দল থানচি উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে রেমাক্রি খালের সেতু এলাকায় গত সোমবার অবস্থান নেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র‌্যাব ও সেনাবাহিনী ভোরে সেখানে অভিযানে নামে। অভিযানে কেএনএফ ও শারক্কীয়ার জঙ্গিরা গুলি ছুড়লে সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন।

__________________________________________________________________

আরও পড়ুনঃ   অক্টোবরে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: প্রতিমন্ত্রী
__________________________________________________________________

এর পর থেমে থেমে চলে গোলাগুলি। এতে র‌্যাবের নয়জন সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবানে পাঠানো হয়েছে। তিনি বলেন, এই জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি জানান, র‌্যাবের পরিকল্পনা ছিল ফায়ার করতে করতে এক পর্যায়ে যখন জঙ্গিদের গুলি শেষ হয়ে যাবে। আমরা তখন তাদেরকে অক্ষত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow