পাকিস্তানে সরকার পরিবর্তনের পরীক্ষা ব্যর্থ প্রমাণ হয়েছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকার পরিবর্তনের পরীক্ষা যে ব্যর্থ হয়েছে, সেটা বুঝতে পেরেছে দেশটির সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান।

Feb 13, 2023 - 13:48
 0
পাকিস্তানে সরকার পরিবর্তনের পরীক্ষা ব্যর্থ প্রমাণ হয়েছে: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সেনাবাহিনীর নতুন নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে যে, রিজাইম চেঞ্জের (ক্ষমতা পরিবর্তন) পরীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।’ 

গত সালের এপ্রিলে অনাস্থা ভোটের দ্বারা ক্ষমতা হারান ক্রিকেটার হতে রাজনীতিতে আসা ইমরান খান। তখন থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দায়ী করে আসছিলেন তিনি। সেই সঙ্গে তাকে হটানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
 
পিটিআইপ্রধান জোর দিয়ে বলেন, নির্বাচিত গর্ভনমেন্টের দায়িত্বের সাথে সঙ্গে কর্তৃত্বও অবশ্যই থাকতে হবে। সেটি না হলে কোনো দেশের সিস্টেম ফেল (যাবতী ব্যবস্থাপনা ব্যর্থ) করবে। এই ক্ষমতা এবং কর্তৃত্ব তাকে জনগণ ভোটের দ্বারা দিয়েছিল। ক্ষমতা এবং কর্তৃত্ব আলাদা থেকে পারে না। দুটো ব্যপার আলাদা হলে কোনো আয়োজন কাজ করবে না।

তিনি বলেন, ‘কর্তৃত্ব যদি সেনাপ্রধানের হাতে থাকে, আর দায়িত্ব যদি থাকে প্রধানমন্ত্রীর হাতে, তা হলে কোনো সিস্টেম কাজ করবে না।’

_____________________________________________________________

আরও পড়ুনঃ  বাংলাদেশের রাজবাড়ী থেকে ভারত যাবে স্পেশাল ট্রেন
_____________________________________________________________

প্রধানমন্ত্রী থাকাকালে সেনাবাহিনীর সাথে সম্পর্ক কেমন ছিল— এরূপ প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সব নিয়ম নির্ভর করে এক ব্যক্তির ওপর। ‘সেনাবাহিনী (পাকিস্তান) বলতে একক ব্যক্তিকে বোঝায়, উনি হলেন সেনাপ্রধান। সুতরাং বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বোঝাপড়া নির্ভর করে একক ব্যক্তির ওপর।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow