পাঁচ টুকরা করে হত্যার ঘটনায় ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নোয়াখালীর সুবর্ণচরে ধন নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পাঁচ টুকরা করে হত্যার ঘটনায় ছেলে হুমায়ুন কবির হুমুসহ (২৭) সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Jan 24, 2023 - 13:47
 0
পাঁচ টুকরা করে হত্যার ঘটনায় ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড
আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই নির্দেশ দেন : সংগ্রহীত ছবি

নোয়াখালীর সুবর্ণচরে ধন নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পাঁচ টুকরা করে হত্যার ঘটনায় ছেলে হুমায়ুন কবির হুমুসহ (২৭) সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই নির্দেশ দেন।

হুমায়ুন কবির হুমু ব্যতীতও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নীরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) এবং ইসমাইল (৩০)।

আরও পড়ুনঃ মগবাজারে বিস্ফোরণ , আহত একাধিক পথচারী

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল গণমাধ্যমকে বলেন, এটি ১টি নির্মম হত্যাকাণ্ড। যে মা সন্তানকে উৎপত্তি দিলেন, সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে! এটা ১টি নজিরবিহীন ঘটনা। আমরা এই রায়ে সন্তুষ্ট। আশা করি, মহৎ আদালতেও এই রায় বহাল থাকবে।

২০২০ বছরের ৭ অক্টোবর বিকেলে সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত হতে গৃহবধূ নুর জাহানের (৫৮) মাথাসহ দুই টুকরা উদ্ধার করা হয়। পরদিন একই ক্ষেত থেকে লাশটির আরও তিন টুকরা উদ্ধার করা হয়।

 এ ঘটনায় প্রথমে নিহত নারীর ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিপক্ষে থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মো. নীরব ও কসাই নুর ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ চৌর্যবৃত্তি প্রতিরোধে ঢাবির নীতিমালা, ইতিবাচক বলছেন শিক্ষক নেতারা

তাদের জিজ্ঞাসাবাদে হত্যা মামলার বাদী নিজেই জড়িত বলা হয় তথ্য বেরিয়ে আসে। এরপর পুলিশ হুমায়ুনকে সেরা আসামি করে অন্য একটি মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার হুমায়ুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow