মগবাজারে বিস্ফোরণ , আহত একাধিক পথচারী

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Jan 24, 2023 - 13:40
Jan 24, 2023 - 16:41
 0
মগবাজারে বিস্ফোরণ , আহত একাধিক পথচারী
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।আহতরা হলেন : সংগ্রহীত ছবি

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।আহতরা হলেন- প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ডিপিডিসির শ্রমিক মো. তারেক (২০), মো. শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)।

আরও পড়ুনঃ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ

আহত সাইফুল ইসলাম জানান, তার বাড়ি বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন তিনি। অফিসের উদ্দেশে সকালে বাসে করে বাসা থেকে মগবাজার ওয়্যারলেস গেটে যান। সেখানে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা একটি বিকট বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ চৌর্যবৃত্তি প্রতিরোধে ঢাবির নীতিমালা, ইতিবাচক বলছেন শিক্ষক নেতারা

এ ব্যাপারে রমনা থানার ওসি আবুল হাসান বলেন, ওয়্যারলেস মোড়ের ১টি ফার্মেসির সামনে প্লাস্টিকের ড্রাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি কী কারণে হয়েছে সেটির আলামত সংগ্রহ ও কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে ৪ জনের দেহের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি কীভাবে হয়ে গিয়েছে তা থানা পুলিশ তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow