তিস্তা নিয়ে কূটনৈতিক যোগাযোগে ভারতের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ

তিস্তার পানি ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গে আরো দু’টি খাল খননের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য চেয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে ভারত।

Apr 7, 2023 - 15:02
 0
তিস্তা নিয়ে কূটনৈতিক যোগাযোগে ভারতের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ
সংগ্রহীত ছবি

বৃহস্পতিবার (৬ এপ্রিল) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমার কাছে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। আমরা এখনও সাড়া দিয়েছি কি না সে সম্পর্কে আমার কাছে বিস্তারিত কিছু নেই।

তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিবের (বাংলাদেশ) মন্তব্য আমি দেখেছি। এটি এমন একটি বিষয় যাতে আমরা এখনও কোনো বিবৃতি দিইনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, তিস্তার পানি প্রত্যাহারের জন্য পশ্চিমবঙ্গে দুটি নতুন খাল খননের বিষয়ে জানতে চাওয়া তাদের কূটনৈতিক নোটের (নোট ভার্বাল) বিষয়ে ভারত এখনও সাড়া দেয়নি।
এর আগে কলকাতার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করেছে সেচ বিভাগ।

যেখানে আরও বলা হয় যে এই পদক্ষেপটি জলপাইগুড়ি ও কোচবিহার জেলার আরও খামারগুলোকে সেচের আওতায় আনতে সহায়তা করবে, তবে তিস্তা উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হওয়ায় বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে।

তিস্তার পানি বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসেম্বর থে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow